বরিশাল

স্বরূপকাঠিতে যুবলীগ ও ছাত্রলীগের বিক্ষোভ

  প্রতিনিধি ৩০ মার্চ ২০২১ , ৯:৩৫:৫৬ প্রিন্ট সংস্করণ

পিরোজপুর প্রতিনিধি :

মুজিব জন্মশতবার্ষিকীতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর দিনে স্বাধীনতা বিরোধী অপশক্তি কর্তৃক দেশব্যাপী নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টির প্রতিবাদে এবং হেফাজত ইসলামের ডাকা অবৈধ হরতালের বিরুদ্ধে পিরোজপুরের স্বরূপকাঠিতে হরতাল বিরোধী বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা যুবলীগ ও ছাত্রলীগ।

 

গত সোমবার উপজেলা যুবলীগ ও ছাত্রলীগের উদ্যোগে এক হরতাল বিরোধী বিক্ষোভ মিছিল সরকারি স্বরূপকাঠি কলেজ চত্বর থেকে শুরু হয়ে ইন্দুরহাট মিয়ারহাট বন্দরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত এক সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ মো. শাহ আলম।

 

উপজেলা যুবলীগ নেতা শাহ মো. নাসির উদ্দিনের সভাপতিত্বে ও আওয়ামীলীগ নেতা মো. রুহুল বাহাদুরের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন সাবেক ইউপি চেয়ারম্যান মো. এনামুল হক বাদশা, উপজেলা যুবলীগের নেতা মো. শহিদুল ইসলাম রিপন ও উপজেলা ছাত্রলীগ নেতা অনি প্রমুখ।