দেশজুড়ে

সরাইলে ২১ বস্তা সরকারি চাল উদ্ধার

  প্রতিনিধি ২৯ মে ২০২০ , ৫:১৪:৪১ প্রিন্ট সংস্করণ

সরাইল প্রতিনিধি : গত বৃহস্পতিবার রাত নয়টায় ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার পাকশিমুল ইউনিয়নের নৌকাঘাট এলাকার হাবিবুর রহমান তার ভাই আজিজুর রহমানের ঘর থেকে ২১ বস্তা সরকারি চাল উদ্ধার করেছে পুলিশ  এসব চালের বস্তায় খাদ্য অধিদপ্তরের সীল সহ লেখা রয়েছেশেখ হাসিনার বাংলাদেশ, ক্ষুধা হবে নিরুদ্দেশ

বিষয়ে জানতে চাইলে সরাইল থানা পুলিশের অরুয়াইল ক্যাম্পের উপপরিদর্শক হোসাইন মোহাম্মদ কামরুজ্জামান বলেন, বৃহস্পতিবার রাতে ইউএনও স্যারের ফোন পেয়ে পাকশিমুল নৌঘাট এলাকায় অভিযান চালিয়ে হাবিবুর তার ভাই আজিজুলের ঘর থেকে ২১ বস্তা খাদ্যবান্ধব কর্মসূচীর সরকারি চাল উদ্ধার করা হয়েছে প্রতিটি বস্তায় ৫০ কেজি করে চাল রয়েছে তিনি আরো জানান, খাদ্যবান্ধব কর্মসূচীর কার্ডধারীদের নিকট থেকে তাজুল ইসলাম নামের একব্যাক্তি চালগুলো কিনে এখানে রেখেছে বলে তারা দাবী করেছে

উপজেলা নির্বাহী অফিসার .এস.এম মোসা বলেন, ২১ বস্তা চাল উদ্ধার করে জব্দ করা হয়েছে চালগুলো গরীবদের মাঝে বিতরণ করা হবে

আরও খবর

Sponsered content