দেশজুড়ে

সাভার থানা বিএনপির সভাপতি আলাল চলে গেলেন না ফেরার দেশে

  প্রতিনিধি ২৯ মে ২০২০ , ৭:২১:২১ প্রিন্ট সংস্করণ

সাভার প্রতনিধি : সাভার থানা বিএনপির সভাপতি ও বিরুলিয়া ইউনিয়নের কয়েক বারের সাবেক সফল চেয়ারম্যান হাজী মাহামুদুল হাসান আলাল আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) । গতকাল শুক্রবার বিকালে রাজধানীল এ্যাপলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন।

এর আগে বিরুলিয়া অকরান গ্রামে নিজ বাস ভবনে ব্রেইন স্ট্রোক করলে গুরুত্বর অসুস্থ্য অবস্থায় সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য বৃহস্পতিবার রাজধানীর এ্যাপোল হাসপাতালে ভর্তি করা  হলে তিনি মৃত্যু বরন করেন।  

আলাল বিরুলিয়া ইউনিয়নের একাধিক বারের চেয়ারম্যান ছিলেন। ছাত্র জীবন থেকে ছাত্রদলের রাজনীতি ও সাভার থানা বিএনপির বিভিন্ন পদে ইতি পূর্বে দায়ীত্ব পালন করেন। সর্ব শেষ তিনি সাভার থানা বিএনপির সভাপতি পদে দায়ীত্বে পালন করছিলেন। এদিকে তার মৃত্যুর সংবাদে  শোকের ছায়া নেমে এসেছে বিরুলিয়া ইউনিয়নসহ পুরো সাভারে।
 

আরও খবর

Sponsered content