রংপুর

ফুলবাড়ীতে পৌর মেয়রের দায়িত্ব হস্তান্তর

  প্রতিনিধি ৩০ জানুয়ারি ২০২১ , ৪:৪৫:৩১ প্রিন্ট সংস্করণ

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি :

 

দিনাজপুর ফুলবাড়ী পৌরসভার পরপর দুইবার নির্বাচিত পৌর মেয়র মো. মুরতুজা সরকার মানিক গত ২৮ ডিসেম্বর পৌর নির্বাচনে পরাজিত হওয়ার পর শনিবার সকাল ১১টায় ফুলবাড়ী পৌসভায় সংবাদ সম্মেলনের মাধ্যমে তার দায়িত্ব হস্তান্তর করেন। সংবাদ সম্মেলনে পৌর মেয়র মো. মুরতুজা সরকার মানিক তার ১০ বছরের সফলতা ও ব্যার্থতা নিয়ে বলেন, আমি বিগত ২০১১ সালে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রথমবারের মতো ফুলবাড়ী পৌরসভার মেয়র নির্বাচিত হই এবং গত ২০১৫ইং সালে ২য়বার (স্বতন্ত্র) প্রার্থী হিসেবে পৌর মেয়র নির্বাচিত হই। আমার এই ১০ বছর পৌরসভায় দায়িত্ব পালনের সংক্ষিপ্ত কিছু তথ্য আপনাদের সম্মুখে তুলে ধরছি। আমি প্রথম ২০১১ সালে নির্বাচিত হওয়ার পর পূর্বের ১ কোটি ২২ লক্ষ ৮৫ হাজার ৬শত ৩৬ টাকা বকেয়া থাকা অবস্থায় দয়িত্বভার গ্রহণ করি। সেই সময় ফুলবাড়ী পৌরসভা তৃতীয় শ্রেণিতে ছিলো। আমি দায়িত্ব নেবার পরেই পৌরসভার আয় বৃদ্ধি করে পৌরসভাটিকে ১ম শ্রেণিতে উত্তীর্ণ করি। এবং একটি পঞ্চবার্ষিকী পরিকল্পনা গ্রহন করে নগরীক সেবা বৃদ্ধি ও অবকাঠামো উন্নয়নের উদ্যোগ নেই।

 

আরও খবর

Sponsered content

Powered by