সিলেট

জমি নিয়ে দুই পরিবারের মারামারি, নিহত ২

  প্রতিনিধি ৮ এপ্রিল ২০২১ , ৭:১৬:১১ প্রিন্ট সংস্করণ

ভোরের দর্পণ ডেস্ক:

সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ থানার ডুংরিয়া গ্রামে জমি নিয়ে বিরোধের জের ধরে দুই পরিবারের মধ্যে সংঘর্ষে চাচা-ভাতিজা নিহত হয়েছেন। আরও ২ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (০৮ এপ্রিল) ভোরে এ ঘটনা ঘটে। গ্রামে উত্তেজনা থাকায় ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।

পুলিশ জানায়, জমিজমা নিয়ে গ্রামের ওসমান মিয়ার ছেলে আব্দুল তাহিদের (৬২) সঙ্গে তার ভাই রাফিদ মিয়ার ছেলে রিপন মিয়ার (৪২) বিরোধ ছিল। এই বিরোধের জের ধরে এদিন সকালে চাচা ও ভাতিজার পরিবারের মধ্যে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মারামারি শুরু হয়। এ সময় গুরুতর আহত চাচা আব্দুল তাহিদ ও ভাতিজা রিপন মিয়াকে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে এলে ডাক্তার তাদের দু’জনকেই মৃত ঘোষণা করেন।

দক্ষিণ সুনামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুক্তাদীর আহমদ জানান, দুই পরিবারের স্বজনদের মধ্যে উত্তেজনা দেখা দেওয়ায় গ্রামে পুলিশ মোতায়েন করা হয়েছে। সম্পত্তি নিয়ে পারিবারিক বিরোধের জের ধরে চাচায় ভাতিজাকে এবং ভাতিজা চাচাকে আঘাত করলে দু’জনেই মারা যান।

আরও খবর

Sponsered content

Powered by