প্রতিনিধি ৩০ মে ২০২০ , ৪:৪০:৩১ প্রিন্ট সংস্করণ
বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি : বকশীগঞ্জ উপজেলাবাসীকে করোনা ভাইরাস থেকে সুরক্ষিত রাখতে হাসপাতালে জীবাণুনাশক টানেল স্থাপন ও দুই হাজার মাস্ক–হ্যান্ড গ্লাভস প্রদান করলেন তরুন ব্যবসায়ী ও সমাজ সেবক প্রকৌশলী আল ইমরান।
শনিবার সকালে হাসপাতালের চিকিৎসকসহ সকল স্বাস্থ্যকর্মীদের জন্য মাস্ক ও হ্যান্ড গ্লাভস প্রদান করেন। এবং টানেল স্থাপনের জায়গা পরিদর্শন করেন প্রকৌশলী আল ইমরান। এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.প্রতাপ নন্দী, ডা.জাহিদুল আরেফীন, মাঝপাড়া চাষী ক্লাবের সাধারণ সম্পাদক প্রকৌশলী তৈয়বুর রহমান তারেক, ধর্ম বিষয়ক সম্পাদক নুর আলম প্রমূখ উপস্থিত ছিলেন।
আগামীকাল রোববার থেকেই তার নিজেস্ব অর্থয়ানে টানেল স্থাপনের কাজ শুরু হবে এবং দ্রুততম সময়ের মধ্যে টানেল স্থাপনের কাজ সম্পন্ন করা হবে বলে জানান বকশীগঞ্জ পৌর শহরের মাঝপাড়া এলাকার বাসিন্দা তরুন ব্যবসায়ী ও সমাজসেবক প্রকৌশলী আল ইমরান।
টানেল স্থাপনের ফলে বাইরে থেকে আশা সেবাগ্রহণকারী ব্যক্তিরা টানেলের মধ্যে প্রবেশ করলেই শরীরে জীবাণুনাশক স্প্রে হবে। স্পেতে মানুষের শরীরে লেগে থাকা জীবাণু নষ্ট হয়ে যাবে। এতে করোনাসহ অন্যান্য রোগজীবাণু হাসপাতালে প্রবেশ করতে পারবে না। এবং হাসপাতাল থেকে বাইরে যাওয়া ব্যাক্তির মাধ্যমেও রোগ জীবানু ছড়াবে না।
তরুন ব্যবসায়ী, সমাজসেবক প্রকৌশলী আল ইমরান বলেন, সারাবিশ্বে করোনা ভাইরাস এক আতঙ্কের নাম। বাংলাদেশেও এর দারুন প্রভাব পড়েছে। এই দূর্যোগ মোকাবেলায় সরকাররের পাশাপাশি আমাদেও সমাজের ভালো অবস্থানে আছে তাদের সকলকের এগিয়ে আসা উচিত। মানবিক কারনেই বকশীগঞ্জ হাসপাতালে একটি জীবাণুনাশক টানেল স্থাপনের উদ্যোগ গ্রহন করেছি। ইতোমধ্যে হাসপাতাল কর্তৃপক্ষের সাথে কথা বলেছি। আগামীকাল থেকেই কাজ শুরু করব। আগামী কয়েকদিনের মধ্যেই টানেল স্থাপনের কাজ সম্পন্ন হবে বলে আশা করছি। এলাকার মানুষের জন্য কিছু করতে পেরে আমি গর্ববোধ করছি।
প্রকৌশলী আল ইমরান ইতোমধ্যে পুলিশ,সাংবাদিক ও স্বাস্থ্যকর্মীদের মাঝে সুরক্ষা সামগ্রী বিতরন করেছেন।