রংপুর

দিনাজপুরে প্রাণীজ পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন

  প্রতিনিধি ৯ এপ্রিল ২০২১ , ৬:৩৬:৫৮ প্রিন্ট সংস্করণ

দিনাজপুর প্রতিনিধি :

শুক্রবার জেলা প্রশাসকের কার্যালয় সম্মুখে বড় ময়দানে মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে সারা দেশে ন্যায় দিনাজপুর জেলায় প্রাণীসম্পদ দপ্তর ও জেলা প্রশাসন এর যৌথ আয়োজনে দুধ, ডিম, মাংস ন্যয্যমুল্যে ভ্রাম্যমাণ বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন দিনাজপুরের জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী। স্বাগত বক্তব্যে রাখেন জেলা প্রণীসম্পদ কর্মকর্তা ডা. মো. শাহিনুর আলম। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শফিকুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার মাগফিরুল হাসান আব্বাসী, অতিরিক্ত জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. আশিকা আকবর তৃষা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আব্দুর রহিম, জেলা ডেইরি এসোসিয়েশনের সভাপতি শেখ নাসিম আলী কচি, সাধারণ সম্পাদক শ্যামল কুমার ঘোষ প্রমুখ।

 

আরও খবর

Sponsered content