চট্টগ্রাম

চন্দ্রগঞ্জে প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী বিতরণ

  প্রতিনিধি ২৬ এপ্রিল ২০২১ , ৭:২৬:১১ প্রিন্ট সংস্করণ

চন্দ্রগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি:

করোনা ভাইরাসের ২য় ঢেউ মোকাবেলায় হত দরিদ্র ও রিক্সা শ্রমিকদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার ত্রাণ-সামগ্রী বিতরণ করলেন লক্ষ্মীপুর জেলা প্রশাসক মোঃ আনোয়ার হোছাইন আকন্দ। প্রধানমন্ত্রীর ব্যক্তিগত ত্রাণ তহবিল থেকে প্রতিটি জেলায় অসহায় ও দুস্থ্য মানুষের ত্রাণ-সামগ্রী বিতরণের জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয়। তারই ধারাবাহিকতায় চন্দ্রগঞ্জ ইউনিয়নের ১০০ জন অসহায় রিক্সা চালক ও অন্যান্য দুস্থদের মাঝে ১০ কেজি চাল, ১ কেজি চিনি, ১ কেজি মশুরী ডাল ও ১ কেজি সয়াবিন তেল বিতরণ করা হয়।

গত রবিবার বিকাল ৪টায় স্থানীয় কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। ত্রাণ-সামগ্রী বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ল²ীপুর জেলার জেলা প্রশাসক মোঃ আনোয়ার হোছাইন আকন্দ। এছাড়াও আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সাজিয়া পারভীন, লক্ষ্মীপুর সদর উপজেলার নির্বাহী অফিসার মোহাম্মদ মাসুম, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মকবুল হোসেন, ১০নং চন্দ্রগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান নুরুল আমিন, ইউনিয়ন আওয়ামিলীগ এর সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম শিপন, ইউনিয়ন যুবলীগের ১ম যুগ্ন আহ্বায়ক আব্দুর রাজ্জাক রিংকুসহ আওয়ামিলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অন্যান্য সংগঠনের নের্তৃবৃন্দ। এছাড়াও ত্রাণ-সামগ্রী গ্রহণকারী অসহায় দুস্থ্য ও শ্রমজীবি রিক্সা শ্রমিক।

ত্রাণ-বিতরণ শেষে জেলা প্রশাসক মোঃ আনোয়ার হোছাইন আকন্দ বলেন, প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে আপনাদের জন্য উপহার হিসেবে এই সব ত্রাণ-সামগ্রী পাঠানো হয়েছে। তাই আর বসে থাকতে পারি নাই নিজে এসেই আপনাদের উপহার আপনাদের হাতে তুলে দিয়েছি। এছাড়াও তিনি সকলকে মাস্ক ব্যবহার ও স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য বলেন। এর আগে তিনি লক্ষ্মীপুর ষ্টেডিয়ামে ২শ জন, ভবানীগঞ্জে ১শ জনকে ত্রাণ-সামগ্রী বিতরণ করেন। এছাড়াও আমাদের পাশবর্তী দেশ ভারতের বর্তমান করোনার করুনদশা তুলে ধরে জনগণকে সচেতন হওয়ার অনুরোধ জানান।

 

আরও খবর

Sponsered content

করোনার টিকার সনদ ছাড়া শপিংমলে প্রবেশ নয়

জাতীয় শোক দিবস উপলক্ষে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে বিসিএ -এর শ্রদ্ধা নিবেদন

টিকা সংক্রান্ত ভিডিও সরিয়ে ক্ষমা চাইলেন ডা. জাহাঙ্গীর কবির

দুপচাঁচিয়ায় বিজয়া পুনর্মিলনী দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি : দুপচাঁচিয়া উপজেলা পূজা উদযাপন পরিষদের আয়োজনে শারদীয় বিজয়া পুনর্মিলনী অনুষ্ঠান নানা আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে শনিবার দুপুরে মহাশ্মশান কালীবাড়ি (উপজেলা কেন্দ্রীয় মন্দির) প্রাঙ্গণে উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অসীম কুমার দাসের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক পরিমল চন্দ্র দাসের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি আহম্মেদুর রহমান বিপ্লব। উদ্বোধকের বক্তব্য রাখেন জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দিলীপ কুমার দেব। বিশেষ অতিথির বক্তব্য রাখেন দুপচাঁচিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সনাতন চন্দ্র সরকার, জেলা পূজা উদযাপন পরিষদের সহসভাপতি অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা স্বপন কুমার চক্রবর্তী, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবু আব্দুল্লাহ প্রিন্স, এপিপি এ্যাড. উৎপল কুমার বাগচী, উপজেলা কেন্দ্রীয় মন্দির কমিটির সভাপতি দ্বিজেন্দ্রনাথ বসাক মন্টু।

নড়াইলে পরিবেশ-প্রকৃতি বিষয়ক ফটো প্রতিযোগিতা

বঙ্গভবনের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার

বঙ্গভবনের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার