রাজশাহী

মহাদেবপুরে থানা পুলিশ সদস্যদের নিজেস্ব অর্থায়নে শ্রমিকদের মাঝে মাস্ক ও ইফতার বিতরণ

  প্রতিনিধি ২৯ এপ্রিল ২০২১ , ৫:২৭:৩৩ প্রিন্ট সংস্করণ

মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি :

নওগাঁর মহাদেবপুরে থানা পুলিশ সদস্যদের নিজেস্ব অর্থায়নে ধান কাটা শ্রমিক ও দরিদ্র মানুষের মাঝে মাস্ক ও ইফতার প্রদান করা হয়েছে। করোনা ভাইরাস প্রতিরোধে স্বাস্থ্য সুরক্ষায় মাস্কের ব্যবহার নিশ্চিত ও পবিত্র মাহে রমজান উপলক্ষে উপজেলায় আগত বোরো ধান কাটা শ্রমিক ও দরিদ্র মানুষের মাঝে মাস্ক ও ইফতার পৌছে দিচ্ছেন মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আজম উদ্দীন মাহমুদ। প্রতিদিন বিকেলে উপজেলার পৃথক পৃথক এলাকার মাঠে কর্মরত ধান কাটা শ্রমিকদের মাঝে, এতিম খানায় এতিমদের মাঝে, রাস্তার ধারে অসহায় দরিদ্র রোজাদার ব্যক্তি, রিক্সা ও ভ্যান শ্রমিক সহ নানা শ্রেণীপেশার অসহায় মানুষের হাতে মাস্ক ও ইফাতার সামগ্রী পৌছে দিচ্ছেন শহাদেবপুর থানার ওসি আজম উদ্দীন মাহমুদ।

 

এছাড়াও এ উপজেলায় আগত বোর ধান কাটা শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষা ও নিরাপতে থাকা-খাওয়ার বিষয়ে তদারকি করছেন। এরই ধারা বাহিকতায় মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার ভীমপুর ইউনিয়নের খোর্দ্দ নারায়নপুর গ্রামের মাঠে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আজম উদ্দিন মাহমুদ সহ সঙ্গীওফোর্স শ্রমিকদের মাঝে মাস্ক ও ইফতার বিতরণ করেন। বিতরণ শেষে মহামারী করোনার মধ্যে দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে আগত শ্রমিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা ও স্বাস্থ্যবিধি অনুসরণ করে কাজ করার জন্য পরামর্শ প্রদান করেন।

এ বিষয়ে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আজম উদ্দীন মাহমুদ জানান, নওগাঁ জেলা পুলিশ সুপার প্রকৌশলী মো. আব্দুল মান্নান মিয়া স্যারের নির্দেশনা মোতাবেক মহাদেবপুর থানা পুলিশের বেতনের একটি অংশ থেকে কিছু টাকা মাস্ক ও ইফতার বাবদ প্রতিদিন ২০ থেকে ২৫ জন অসহায় ও অতি দরিদ্র রোজাদার মানুষের মাঝে মাস্ক ও ইফতার পৌঁছে দিচ্ছি। এছাড়াও প্রতিদিনই এই উপজেলার ধান কাটা শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষা ও থাকা খাওয়ার বিষয়ে নিয়মিত খোঁজখবর নেওয়া হচ্ছে।