দেশজুড়ে

সাভারে করোনায় এক জনের মৃত্যু

  প্রতিনিধি ৩ জুন ২০২০ , ৮:১৫:১৬ প্রিন্ট সংস্করণ

সাভার (ঢাকা) প্রতিনিধি : সাভারে নতুন করে আরো এক করোনা রোগীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাতে নিজ বাসায় তিনি চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরন করেন। এ নিয়ে সাভার উপজেলায় করোনা রোগে মৃতের সংখ্য বেড়ে দাড়ালো ৮ জনে।

সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতাল সূত্রে জানা গিয়েছে,  সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালের অবসর প্রাপ্ত সহকারী মেডিকেল অফিসার হামিদুর রহমান (৬২) মৃত্যু বরন করেছেন। কয়েক বছর আগে তিনি অবসরে যান। 

সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাইমুল হুদা হামিদুর রহমান এর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, গত সোমবার করোনা পরীক্ষার জন্য ৭২ জনের নমুনা সংগ্রহ করা হয়। পরে সাভারের প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের ল্যাবে পাঠানো হয়েছিল। এর মধ্যে মঙ্গলবার রাত ১৫ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে।

 

আরও খবর

Sponsered content