চট্টগ্রাম

নোয়াখালী পৌরসভার উদ্যোগে ১৪ হাজার পরিবারকে ঈদ সামগ্রী বিতরণ

  প্রতিনিধি ৯ মে ২০২১ , ৭:৪১:২৩ প্রিন্ট সংস্করণ

দিদারুল আলম, নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালী পৌরসভার উদ্যোগে ১৪ হাজার পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। রোববার সকাল সাড়ে ৯টায় পৌরসভা ভবন চত্ত¡রে পৌর মেয়র শহিদ উল্যাহ খান সোহেল এ ঈদ সামগ্রী বিতরণ করেন। একই সময় পৌর শহরের ৯টি ওয়ার্ডেও এসব সামগ্রী দেয়া হয়েছে।

পৌর মেয়র জানান, প্রধান মন্ত্রী শেখ হাসিনার ঈদ শুভেচ্ছা উপহারের পাশাপাশি পৌরসভা থেকে সেমাই, দুধ, চিনিসহ নানা ঈদ সামগ্রী যোগ করে পৌরসভা এলাকার দরীদ্র পরিবারের মাঝে এসব বিতরণ করা হয়। প্রত্যেকটি ওয়ার্ডের দরীদ্র পরিবারগুলোর মাঝে এ সামগ্রী বিতরণ করা হয়েছে। করোনার এ সময় বেশিরভাগ মানুষেরই আয় বন্ধ হয়ে গেছে। যাতে করে আয় বন্ধ হয়ে যাওয়া মানুষগুলো অন্তত ঈদটুকু উদযাপন করতে পারে এ জন্যই তার এ প্রয়াস বলে জানান তিনি।