রাজশাহী

সাপাহারে নিরাপদ আম উৎপাদনে প্রশিক্ষণ

  প্রতিনিধি ৯ মে ২০২১ , ৯:১৬:৩৮ প্রিন্ট সংস্করণ

সাপাহার (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর সাপাহারে রপ্তানিযোগ্য নিরাপদ আম উৎপাদন, সংগ্রহ ও সংগ্রহোত্তর ব্যবস্থাপনা বিষয়ক কৃষক, উপ-সহকারি কৃষি কর্মকর্তা এবং সরবরাহকারিদের ক্ষমতা বৃদ্ধির লক্ষে প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়েছে।

বাংলাদেশ হার্টিকালচারাল প্রোডিউসার এন্ড এক্সপোর্টার’স এসোসিয়েশন আয়োজনে এবং এগ্রো প্রোডাক্টাস’ বিজনেস প্রমোশন কাউন্সিল বাণিজ্য মন্ত্রণালয় ঢাকার সহযোগিতায় রোববার উপজেলা কৃষি মিলনায়তনে উপজেলা কৃষি কর্মকর্তা মজিবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত থেকে প্রশিক্ষণ কর্মসূচি’র শুভ উদ্বোধন করেন মো. শামসুল আলম অতিরিক্ত পরিচালক বাণিজ্য মন্ত্রণালয় রপ্তানি।

আরো যুক্ত ছিলেন মঞ্জুরুল ইসলাম এ্যাডভাইজার বাংলাদেশ ফুডস ভেজিটেবল এন্ড এলাইট প্রডাক্ট এক্সপোর্টার এসোসিয়েসান ও আনিছুর রহমান খান নির্বাহী কর্মকর্তা বাণিজ্য মন্ত্রণালয়। এসময় কৃষি সম্প্রসারণ অফিসার মনিরুজ্জামান, ট্রেনিং কো অডিনেটর কৃষিবিদ দীনেন্দ্র নাথ সরকার, উপ-সহকারি উদ্ভিদ সংরক্ষণ অফিসার আতাউর রহমান সেলিম সহ এলাকার ৫০ জন আম চাষী উপস্থিত ছিলেন।

 

 

আরও খবর

Sponsered content

Powered by