দেশজুড়ে

আশুলিয়ায় স্বামীকে গলা কেটে হত্যার অভিযোগে স্ত্রী গ্রেফতার

  প্রতিনিধি ৬ জুন ২০২০ , ৭:৩৮:২৯ প্রিন্ট সংস্করণ

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : আশুলিয়ায় পোশাক শ্রমিক স্বামীকে গলা কেটে হত্যার অভিযোগে এক পাষন্ড স্ত্রীকে গ্রেফতার করেছে আশুলিয়া থানা পুলিশ। নিহতের নাম মমিনুল ইসলাম। গ্রেফতারকৃত গৃহবধূর নাম তাসমিরা আক্তার। শনিবার আশুলিয়ার ঘোষবাগ এলাকায় ওই দম্পতির ভাড়া বাসা থেকে লাশটি উদ্ধার করেছে পুলিশ। ঘাতক  স্ত্রীর গ্রামের বাড়ি পিরোজপুর জেলায়  নিহত গ্রামের বাড়ি ঠাকুরগাঁও জেলায় বলে জানিয়েছে পুলিশ।

ঘটনায় আশুলিয়া থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ভোরে স্থানীয়দের বিষয়টি নজরে আসলে আশুলিয়া থানা পুলিশকে খবর দেয়। খবরের ভিত্তিতে ওই দম্পতির ভাড়া বাসা থেকে গলা কাটা অবস্থায় স্বামী মমিনুল ইসলামের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। এসময় আটক করা হয় তার স্ত্রী তাসমিরা আক্তারকে। স্ত্রী তাসমিরা আক্তারের শরীরেও আঘাতের চিহ্ন রয়েছে।

প্রাথমিকভাবে পুলিশ ধারনা করছে পারিবারিক কলহের জেরে রাতে এই হত্যাকান্ডের ঘটনা ঘটিয়েছে স্ত্রী তাসমিরা আক্তার। আশুলিয়া থানা পুলিশের দায়ীত্বরত ডিউটি অফিসার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ পাঠিয়ে লাশটি উদ্ধার করে মর্গে প্রেরন করা হয়েছে। ঘটনায়  প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আরও খবর

Sponsered content