দেশজুড়ে

রাউজানে এক হাজার দরিদ্র জনগোষ্ঠীর মাঝে সৌদি আরবের কিং সালমান রিলিফ সেন্টারের উপহার সামগ্রী বিতরণ

  প্রতিনিধি ২৬ মে ২০২১ , ৮:২১:০২ প্রিন্ট সংস্করণ

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি:

চট্টগ্রামের রাউজানে দরিদ্র জনগোষ্ঠীর মাঝে ১ হাজার কার্টুন খাদ্য ঝুড়ি বিতরণ করেছে সৌদি আরবের কিং সালমান হিউম্যানিটারিয়ান এইড এন্ড রিলিফ সেন্টার মুসলিম ওয়ার্ল্ডলীগ। আল মানাহিল ওয়েল ফেয়ার ফাউন্ডেশনের সহযোগিতায় বুধবার (২৬ মে) সকালে রাউজান উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ বি এম ফজলে করিম চৌধুরী এম.পি।
রাউজান  উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সৌদি প্রতিনিধি দলের প্রধান ড.তোহা,সৌদি শেখ তুর্কি, রাউজান উপজেলা চেয়ারম্যান একে এম এহেছানুল হায়দর চৌধুরী বাবুল, আল মানাহিল ফাউন্ডেশনের চেয়ারম্যান হেলাল উদ্দিন, বিন জমির উদ্দিন, রাউজান উপজেলা আ.লীগের সভাপতি মুক্তিযুদ্ধা কাজী আব্দুল ওহাব, রাউজান পৌর মেয়র জমির উদ্দীন পারভেজ, সিহাব উদ্দিন, মাওলানা ফরিদ উদ্দীন প্রমুখ।

সৌদি সরকারে দেয়া ৮০ হাজার ঝুড়ি কার্টুনের মধ্যে রাউজান উপজেলার ১৪টি ইউনিয়নে সাতশত ও পৌরসভায় তিনশত সহ মোট ১ হাজার ঝুড়ি এলাকার গরীব ও অসহায় মানুষের বিতরণ করা হয়। প্রতি ঝুড়িতে উপহারের মধ্যে ডাল ৭ কেজি, চাউল ১০ কেজি,চিনি ৩ কেজি,তৈল ৩ কেজি ও ১ কেজি লবন সহ মোট ২৪ কেজি খাদ্য সামগ্রী রয়েছে।

আরও খবর

Sponsered content

Powered by