রংপুর

চিলমারীতে জ্বাললানি তেল সরবরাহ এবং ডিপো স্থাপনের দাবিতে মানববন্ধন

  প্রতিনিধি ২১ জানুয়ারি ২০২১ , ৪:১৪:৩৪ প্রিন্ট সংস্করণ

চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি :

 

কুড়িগ্রামের চিলমারীতে জ্বালানি তেল সরবরাহ এবং ডিপো স্থাপনের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বৃহস্পতিবার সকালে রংপুর বিভাগ ট্যাংক-লড়ি শ্রমিক ইউনিয়নের আয়োজনে কুড়িগ্রাম-চিলমারী সড়কে ঘন্টাব্যাপি এই মানববন্ধন হয়। তেলের ডিপোতে অ-ব্যবস্থাপনা, দুর্নীতি, সিন্ডিকেট মুক্তকরণ, পর্যাপ্ত পরিমানে জ্বালানি তেল মজুদ ও ট্যাংকলড়ির মাধ্যমে রংপুর বিভাগের সকল জেলায় জ্বালানি তেল সরবরাহ, পরিবহনের নির্দেশ দানসহ ভাসমান ডিপোকে স্থায়ী ডিপোতে বাস্তবায়ন করার দাবিতে এই মানববন্ধন ও সমাবেশ করেন এলাকাবাসী। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে প্রধান মন্ত্রী বরাবরে স্বারকলিপি পেশ করেন তারা। সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেজাউল করিম লিচু, যুগ্ম সাধারণ সম্পাদক আবু হানিফা রঞ্জু, রংপুর বিভাগ ট্যাংক-লড়ি শ্রমিক ইউনিয়নের চিলমারী শাখার সভাপতি বীরমুক্তিযোদ্ধা নুর মেহাম্মদ, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা রিয়াজুল হক, সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম খুশু, চিলমারী প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম সাবু, বাংলাদেশ মফ¦স্বল সাংবাদিক ফোরামের সভাপতি দৈনকি ভোরের দর্পণ পত্রিকার চিলমারী প্রতিনিধি সহকারী অধ্যাপক মো. ফজলুল হক প্রমুখ।

আরও খবর

Sponsered content

Powered by