আন্তর্জাতিক

সিরিয়ায় পুনরায় ক্ষমতায় আসছে আসাদ

  প্রতিনিধি ২৭ মে ২০২১ , ১২:১৩:৫২ প্রিন্ট সংস্করণ

ভোরের দর্পণ ডেস্কঃ

 

সিরিয়ায় বুধবার অনুষ্ঠিত হলো প্রেসিডেন্ট নির্বাচন। ফলাফল হাতে না এলেও নির্বাচনি সমীকরণ বলছে জয়ী হয়ে চতুর্থবারের মতো ক্ষমতায় আসছেন বর্তমান প্রেসিডেন্ট বাশার আল আসাদ। এএফপি।

২০১১ সালে শুরু হওয়া গণবিক্ষোভ ও ১০ বছর ধরে চলা গৃহযুদ্ধের পর দ্বিতীয়বারের মতো সেখানে বিতর্কিত প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হলো।

দশকজুড়ে চলা এ গৃহযুদ্ধে তিন লাখ ৮৮ হাজারের বেশি মানুষ নিহত হন। এবারের নির্বাচনে আসাদের বিপক্ষে শক্ত কোনো প্রতিদ্বন্দ্বী নেই।

যারা ছিলেন, পালিয়ে অন্য দেশে আশ্রয় নিয়েছেন। আর আসাদের নিয়ন্ত্রণের বাইরে থাকা অঞ্চলগুলোতে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে না।

অর্থাৎ তার সামনে কোনো চ্যালেঞ্জ নেই। সে কারণেই ধারণা করা হচ্ছে একচেটিয়া প্রাধান্য বিস্তার করে ‘প্রহসনের’ এ নির্বাচনে মোটামুটি নিশ্চিতভাবেই জয়ী হচ্ছেন আসাদ।

নির্বাচনের তারিখ ঘোষণার পর আসাদের ‘গৌরবময়’ বিশাল পোস্টার দেশের দুই-তৃতীয়াংশ অঞ্চলজুড়ে ছড়িয়ে পড়ে ছত্রাকের মতো।

আরও খবর

Sponsered content

Powered by