রংপুর

হিলিতে ভারতীয় মাদকদ্রব্য উদ্ধার

  প্রতিনিধি ২৪ জানুয়ারি ২০২১ , ৪:৫১:৫৭ প্রিন্ট সংস্করণ

হিলি (দিনাজপুর) প্রতিনিধি :

 

বর্ডার গার্ড বাংলাদেশ- বিজিবি দিনাজপুরের হিলি সিপি ক্যাম্পের সদস্যরা সীমান্তে অভিযান চালিয়ে ভারতীয় ফেনসিডিল ও মদ উদ্ধার করেছে। জয়পুরহাট ২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মুহম্মদ ফেরদৌস হাসান টিটো বলেন, রোববার রাতের আঁধারে কয়েকজন চোরাকারবারিরা ভারত থেকে ফেনসিডিল নিয়ে দেশে ঢুকে পড়ে। এসময় হিলি সিপি ক্যাম্পের বিজিবি’র টহলদলের সদস্যরা টের পেয়ে তাদের ধাওয়া করে। এক পর্যায়ে চোরাকারবারিরা ফেন্সিডিলের পোটলা ফেলে পালিয়ে যায়। পরে সেখান থেকে ৩০৮ বোতল ফেন্সিডিল ও ৪ বোতল মদ উদ্ধার করা হয়েছে।
তিনি আরও জানান, একই সময়ে ভাইগড় ক্যাম্পের টহলদলের কমান্ডার নায়েব সুবেদার মো. সালাউদ্দিনের নেতৃত্বে বিজিবি সদস্যরা সীমান্তের কসবা সাগরপুর এলাকায় অভিযান চালায়। এসময় ভারতীয় দুটি গরু ও দুইটি মহিষ আটক করে। দেশের অভ্যন্তরে পাচার করার সময় আটক করা হয়। আটক মাদকদ্রব্য, গরু ও মহিষের মূল্য ১০ লাখ ২ হাজার ২শ টাকা।

 

Powered by