প্রতিনিধি ২৮ মে ২০২১ , ৮:৪৩:২২ প্রিন্ট সংস্করণ
সুজানগরের প্রশিক্ষিত অসচ্ছল নারীদের মাঝে সেলাই মেশিন ও প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। উপজেলা পরিষদের আয়োজনে শুক্রবার প্রধান অতিথি পাবনা-২ আসনের সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির অসহায়দের মাঝে এই হুইল চেয়ার ও সেলাই মেশিন বিতরণ করেন।
ইউএনও মো. রওশন আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জিয়াউর রহমান কল্লোল ও উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছা.মর্জিনা খাতুন। এ সময় উপজেলা প্রকৌশলী আবুল হাশেম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাজমুল হুদা, ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম শাহজাহান, এস এম সামছুল আলম, হাবিবুর রহমান, মশিউর রহমান খান, আমিনুল ইসলাম, আব্দুল মতিন মৃধা, আমিন উদ্দিন, শাহীন চৌধুরী, প্রেসক্লাবের সভাপতি শাহজাহান আলী, আওয়ামীলীগ নেতা মাহমুদ্দুজ্জামান মানিক আনোয়ার হোসেন আয়নাল প্রমুখ উপস্থিত ছিলেন।