রংপুর

দিনাজপুরে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

  প্রতিনিধি ৩১ মে ২০২১ , ৬:৫৬:৩৬ প্রিন্ট সংস্করণ

দিনাজপুর প্রতিনিধি :

দিনাজপুরে উপজেলা পর্যায়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। সোমবার দিনাজপুর স্টেডিয়ামে সদর উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দিনাজপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. ইমদাদ সরকার।

সদর উপজেলা নির্বাহী অফিসার এস এইচ এম মাগফুরুল হাসান আব্বাসীর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মিরাজুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন অফিসার মামুন হাসান, ২নং সুন্দরবন ইউনিয়নের চেয়ারম্যান অসোক কুমার রায়, ৫নং শশরা ইউনিয়নের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম, ৯নং আস্করপুর ইউনিয়ন চেয়ারম্যান মো. জিয়াউর রহমান জিয়া, সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাতলুবুল মামুন, রংপুর বিভাগীয় ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য আবু ইবনে রজব। অনুষ্ঠান পরিচালনা করেন ধারা ভাষ্যকার মো. রফিক। উদ্বোধনী খেলায় প্রতিদ্ব›দ্বীতা করে ২নং সুন্দরবন ইউনিয়ন ও ৫নং শশরা ইউনিয়ন। টুর্নামেন্টের চুড়ান্ত খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হবে আজ মঙ্গলবার।

 

আরও খবর

Sponsered content