চট্টগ্রাম

দেবীদ্বারে ৭ মার্চ ঐতিহাসিক ভাষণ দিবস উদ্‌যাপন

  প্রতিনিধি ৭ মার্চ ২০২৪ , ৮:১৬:১৩ প্রিন্ট সংস্করণ

দেবীদ্বারে ৭ মার্চ ঐতিহাসিক ভাষণ দিবস উদ্‌যাপন

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণ আজ শুধু বাংলাদেশের একক সম্পদ নয়, এটি এখন বিশ্ব মানবতার মুক্তির প্রামাণ্য দলিল। ওয়ার্ল্ড হেরিটেজের অংশ হয়ে নির্যাতিত, নিপীড়িত মানুষের কী করণীয়, কী অকরণীয় তার দিক নির্দেশনা হয়ে বার বার মানব সভ্যতায় মাঝে এই ভাষণটির আবেদন চির অম্লান হয়ে থাকবে।

বৃহস্পতিবার কুমিল্লার দেবীদ্বারে ৭ মার্চ ঐতিহাসিক ভাষণ দিবস উদ্‌যাপন উদ্‌যাপন উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে অতিথি কুমিল্লা-৪ দেবীদ্বার আসনের সংসদ সদস্য মো. আবুল কালাম আজাদ (এমপি)। ওই বক্তব্য তুলে ধরেন। দিবসটি উপলক্ষ্যে বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে বঙ্গবন্ধু ম্যুরালে পুস্পস্তবক অর্পণ, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা পরিষদ হলরোমে আয়োজিত ৭ মার্চের আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা নিগার সুলতানার সভাপতিত্বে এবং উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো. নাছির উদ্দিনের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা-৪ দেবীদ্বার আসনের সংসদ সদস্য মো. আবুল কালাম আজাদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রায়হানুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মিনহাজ উদ্দিন, অফিসার ইনচার্জ (ওসি) মো. নয়ন মিয়া, আওয়ামী লীগ কুমিল্লা (উঃ) জেলা সহ-সভাপতি শেখ আব্দুল আউয়াল, প্রবীণ ন্যাপ নেতা বীর মুক্তিযোদ্ধা মুস্তাকুর রহমান ফুল মিয়া, সাংবাদিক এবিএম আতিকুর রহমান বাশার, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি লুৎফর রহমান বাবুল, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক অধ্যক্ষ মো. হুমায়ুন কবির, থানার উপপরিদর্শক মনিরুল ইসলাম, উপজেলা মৎস্যজীবীর সভাপতি আব্দুল কাইয়ুম শাহিন, ছাত্রলীগ কুমিল্লা (উঃ) জেলা সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম রুবেল, ছাত্রলীগ উপজেলা আহ্বায়ক আসাদুর রহমান রনী প্রমুখ।

আলোচনা অনুষ্ঠান শেষে ৭ মার্চ ঐতিহাসিক ভাষণ দিবস উপলক্ষ্যে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

Powered by