প্রতিনিধি ৬ জুন ২০২১ , ৫:৫৬:২৩ প্রিন্ট সংস্করণ
বাংলাদেশ আওয়ামীলীগ জাতীয় কমিটির সাবেক সদস্য, সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা শহীদ মমতাজ উদ্দিনের ১৮তম শাহাদত বার্ষিকী উপলক্ষে লালপুর উপজেলা আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা নানা কর্মস‚চির মধ্য দিয়ে পৃথক পৃথকভাবে দিনটি পালন করেছেন।
আজ রবিবার (৬ জুন) দিনের প্রথম প্রহরে উপজেলা আব্দুলপুর শহীদ মমতাজ উদ্দিনের কবর স্থানে ছোট ভাই নাটোর জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ও নাটোর-১ (লালপুর- বাগাতিপাড়া) আসনের সাবেক সংসদ সদস্য এ্যাড. আবুল কালাম আজাদ। শহীদ মমতাজ উদ্দিনের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করেন।
এছাড়া উপজেলা কৃষকলীগের পক্ষ থেকে শহীদ মমতাজ উদ্দিনের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত শেষে চিরঞ্জীব মমতাজ স্মরণ সৌধে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা কৃষক লীগের সভাপতি মখলেছুর রহমান, সাধারণ সম্পাদক রফিকুল বাসার, উপজেলা যুবলীগের সভাপতি ও বিলমাড়িয়া ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান মিন্টু, ঈশ্বরদী ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম জয়, সিনিয়র সহ-সভাপতি আলতাফ হোসেন, লালপুর সদর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক তোহিদুল ইসলাম বাঘা প্রমূখ।
এর আগে লালপুর উপজেলা আওয়ামীলীগের আয়োজনে চিরঞ্জীব মমতাজ স্মরণ সৌধে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফু, সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান ইসাহাক আলী, গোপালপুর পৌর মেয়র রোকসানা মোর্ত্তজা লিলি, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, খায়রুল বাসার ভাদু, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পারভীন আক্তার বানু সহ উপজেলা আওয়ামীলীগ, ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন নের্তৃবৃন্দ।
এছাড়াও গোপালপুর পৌর আওয়ামীলীগের আয়োজনে চিরঞ্জীব মমতাজ স্মরণ সৌধে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন গোপালপুর পৌর মেয়র রোকসানা মোর্ত্তজা লিলি, প্যানেল মেয়র, বিভিন্ন ওয়ার্ডের কউন্সিলর, মহিলা কাউন্সিলর সহ পৌর আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন নের্তৃবৃন্দ। উল্লেখ্য, ২০০৩ সালের ৬ জুন রাতে বাড়ি ফেরার পথে আওয়ামী লীগ নেতা ও সাবেক সাংসদ মমতাজ উদ্দিনকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।