খেলাধুলা

নিউজিল্যান্ডে করোনা পজিটিভ বাংলাদেশের স্পিন বোলিং কোচ

  প্রতিনিধি ১৫ ডিসেম্বর ২০২১ , ৫:৪৬:৫৭ প্রিন্ট সংস্করণ

Sri Lankan cricketer Rangana Herath attends a practice session at the Galle International Cricket Stadium in Galle on November 4, 2018. - The first Test between England and Sri Lanka will be played on November 6, 2018, at the Galle International Cricket Stadium in Galle. (Photo by ISHARA S. KODIKARA / AFP) (Photo credit should read ISHARA S. KODIKARA/AFP/Getty Images)

ভোরের দর্পণ ডেস্কঃ

নিউজিল্যান্ডে করোনাভাইরাস হানা দিয়েছে বাংলাদেশ দলে। তৃতীয় দফা পরীক্ষায় কোভিড-১৯ পজিটিভ এসেছে বাংলাদেশের স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথ।

করোনা আক্রান্ত হওয়ায় হেরাথকে সম্পূর্ণ আলাদা করা হচ্ছে। এছাড়াও বাংলাদেশ দল যে ফ্লাইট ক্রাইস্টচার্চে পৌঁছেছে সেই ফ্লাইটের এক যাত্রী কোভিড পজিটিভ ছিলেন। তাই ওই যাত্রীর সংস্পর্শে আসা বাংলাদেশ দলের ৯ জন সদস্যের আইসোলেশনের সময়সীমাও বেড়ে যাচ্ছে।

দলীয় একটি সূত্র জানিয়েছে, করোনায় আক্রান্ত সে যাত্রীর সম্ভাব্য সংস্পর্শে ছিলেন অধিনায়ক মুমিনুল হক, ইয়াসির আলী, ফজলে মাহমুদ, মেহেদী হাসান মিরাজ, টিম ডিরেক্টর খালেদ মাহম্যদ, নির্বাচক আবদুর রাজ্জাক ও সাপোর্ট স্টাফের আরও তিন সদস্য। আইসোলেশনে থাকার সময়ে এ কয়জন জিমনেসিয়াম ব্যবহার করতে পারবেন না।

গত শুক্রবার (১০ ডিসেম্বর) বাংলাদেশ সময় ভোরে নিউজিল্যান্ড পৌঁছে কোয়ারেন্টিনে প্রবেশ করেছিল বাংলাদেশ দল। এরপর দুই দফা কোভিড পরীক্ষায় নেগেটিভ আসার পর গতকাল মঙ্গলবার (১৪ ডিসেম্বর) থেকে জিম করার সুযোগ পেয়েছিলেন ক্রিকেটাররা।

কিন্তু তৃতীয় দফা কোভিড-১৯ পরীক্ষা করতে গিয়েই পাওয়া যায় খারাপ খবর। করোনা ধরে পড়ে হেরাথের। জানা যায়, হালকা জ্বরে ভুগছিলেন তিনি।

দলের একজন সদস্য করোনায় আক্রান্ত হওয়ায় বাংলাদেশ দলের কোয়ারেন্টিনের ব্যাপারে নিউজিল্যান্ড সরকার কি সিদ্ধান্ত নেয় এখন তা জানার অপেক্ষায় মুমিনুল হকরা।

নিউজিল্যান্ডের নতুন স্বাস্থ্যবিধি অনুযায়ী সাতদিনের কোয়ারেন্টিনের পর সম্পূর্ণ মুক্ত চলাচলের সুযোগ পাওয়ার কথা ক্রিকেটারদের। তবে দলের ভেতর করোনা আক্রান্ত থাকায় এই সিদ্ধান্তে কোন বদল আসবে কিনা তা এখন দেখার বিষয়।

১ জানুয়ারি নিউজিল্যান্ডের বিপক্ষে মাউন্ট মাঙ্গানুইতে প্রথম টেস্ট খেলবে বাংলাদেশ। ৯ জানুয়ারি ক্রাইস্টচার্চে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট।

আরও খবর

Sponsered content

Powered by