ভারত

পশ্চিমবঙ্গে বজ্রপাতে একদিনেই ২৬ জনের মৃত্যু

  প্রতিনিধি ৮ জুন ২০২১ , ৫:৪২:৩২ প্রিন্ট সংস্করণ

ভোরের দর্পণ ডেস্ক:

ভারতের পশ্চিমবঙ্গে বজ্রপাতে একদিনেই ২৬ জনের মৃত্যু হয়েছে। ভারতীয় গণয়ামধ্যম আনন্দবাজার জানায়, সোমবার (৭ জুন) প্রচণ্ড বৃষ্টিপাতের সময় বজ্রপাতে তাদের মৃত্যু হয়। এর মধ্যে হুগলি জেলায় ১১ জন, মুর্শিদাবাদে নয়জন, বাঁকুড়ায় দুইজন এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

এদিকে বজ্রপাতে মৃত্যুর পরিমাণ এত বাড়ছে কেন? এর উত্তরে ভারতের জলবায়ু বিশেষজ্ঞরা বলছেন, তার একটা অন্যতম কারণ বাতাসে জলীয় বাষ্পের আধিক্য।

তারা আরও বলেছেন, এছাড়া তাপমাত্রা বেড়ে যাওয়ার ফলেও এমন হচ্ছে। এই তাপমাত্রা বাড়ার সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত রয়েছে দূষণ। দূষণের মাত্রা যত বাড়ছে, গড় তাপমাত্রা তত বাড়ছে। এর ফলে বজ্রগর্ভ মেঘ তৈরি হওয়ার আদর্শ পরিবেশ তৈরি হচ্ছে।

এদিকে বজ্রপাতে এত মৃত্যু ঘটনায় শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও খবর

Sponsered content