প্রতিনিধি ২০ জুন ২০২১ , ৭:৩০:৪৩ প্রিন্ট সংস্করণ
করোনা ভাইরাস প্রতিরোধে দিনাজপুরে যুবলীগ মাঠে নেমেছে। রোববার জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপির নির্দেশনা ও সহযোগিতায় দিনাজপুর জেলা ও শহর যুবলীগের আয়োজনে করোনা ভাইরাস প্রতিরোধে শহরের বিভিন্ন স্থানে মাস্ক ও জনসচেতনামূলক লিফলেট বিতরণ করা হয়।
নেতৃত্ব দেন জেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন, শহর যুবলীগের সভাপতি আশরাফুল আলম রমজান, সাধারণ সম্পাদক মো. সোহরাব হোসেন। এ সময় জেলা ও শহর যুবলীগের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।