চট্টগ্রাম

দেবিদ্বার হ্যালো স্বেচ্ছাসেবক লীগের মাসব্যাপী ডেঙ্গু মশা নিধনে কর্মসূচি চালু

  প্রতিনিধি ৩১ আগস্ট ২০২১ , ৪:২৩:৪৪ প্রিন্ট সংস্করণ

দেবিদ্বার প্রতিনিধি:
বাংলাদেশ স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে দেবিদ্বার স্থানীয় সংসদ রাজী ফকরুলের পরামর্শক্রমে দেবিদ্বার উপজেলা হ্যালো স্বেচ্ছাসেবক লীগের  উদ্যোগে ডেঙ্গু মশানিধন কার্যক্রম শুরু হয়েছে।  হ্যালো স্বেচ্ছাসেবলীগের সমন্বয়ক সাদ্দাম হোসেনের নেতৃত্বে এক ঝাঁক তরুণ মাঠে নেমেছে মাসব্যাপী ডেঙ্গু মশা নিধন কর্মসূচিতে।
সোমবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জেলা পরিষদ মার্কেটে এবিএম গোলাম মোস্তফা স্টেডিয়াম বিভিন্ন প্রাইভেট হসপিটালে প্রবেশমুখে  পৌর সদরে শান্তিরোড এলাকায় ডেঙ্গু মশা কীটনাশক ওষুধ মশা নিধনে মাসব্যাপী  কর্মসূচীর উদ্বোধন করেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য উপজেলা হ্যালো স্বেচ্ছাসেবকলীগের সমন্বয়ক মোঃ সাদ্দাম হোসেন পৌর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জহির উদ্দিন।
এইসময় উপস্থিত ছিলেন, পৌর স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি বাশির উদ্দিন ও সহ-সভাপতি সোহরাব হোসেন সোহাগ। পৌর যুগ্ম সাধারণ সম্পাদক রুবেল হোসেন দুবাই ও  মোঃমাসুদ আতিকুর বাবু খাইরুল আমিন শাহাদাত হোসেন মোঃ সবুজ ফারুক প্রমুখ।
মোঃ সাদ্দাম হোসেন বলেন, করোনা মোকাবেলায় বাংলাদেশ স্বেচ্ছাসেবক লীগ প্রথম থেকেই মানুষের সাথে রয়েছে। সচেতনতা বৃদ্ধিতে নানা কর্মসূচী গ্রহন করেছে। তেমনি ডেঙ্গু ও এডিস মশা নিধনেও উপজেলা স্বেচ্ছাসেবক লীগ মানুষের পাশে থাকবে।  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চত্বরে এডিস মশা নিধনে স্প্রে করেন।

আরও খবর

Sponsered content

Powered by