রাজশাহী

সারিয়াকান্দিতে বিদ্যালয়ের একাডেমিক ভবনের উদ্বোধন

  প্রতিনিধি ২২ জুন ২০২১ , ৭:৩৫:৪৮ প্রিন্ট সংস্করণ

সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি :

বগুড়ার সারিয়াকান্দিতে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর বগুড়ার বাস্তবায়নে এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের নির্মাণে ২ কোটি ৭৩ লাখ ৯০ হাজার টাকা ব্যয়ে কুতুবপুর উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত ৪তলা বিশিষ্ট আব্দুল মান্নান একাডেমিক ভবনের উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার দুপুুরে প্রধান অতিথি হিসেবে বগুড়া-১ আসনের সংসদ সদস্য সাহাদারা মান্নান ফিতা কেটে উক্ত ভবনের উদ্বোধন করেন। এরপর তিনি সেখানে এক সুধি সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন। সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মো. রাসেল মিয়া, পৌর মেয়র মতিউর রহমান মতি, উপজেলা আ.লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল খালেক দুলু, সহসভাপতি ছাদত হোসেন, মমতাজুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শহিদুল ইসলাম প্রমুখ।