দেশজুড়ে

রাজশাহীতে মানুষের চলাচল বেড়েছে, চলছে জরিমানাও

  প্রতিনিধি ৪ জুলাই ২০২১ , ৭:০২:৩৮ প্রিন্ট সংস্করণ

রাজশাহী প্রতিনিধি :

দেশব্যাপী চলমান কঠোর লকডাউনের ভেতর মহানগরীতে কিছুটা বেড়েছে মানুষের চলাচল। সেই সাথে বেড়েছে রিকশার সংখ্যাও। তবে অহেতুক ঘরের বাইরে আসা মানুষকে জরিমানাও করা হচ্ছে।

লকডাউনের চতুর্থ দিন গতকাল রোববার সকালে মহানগরীর সাহেববাজার এলাকায় গিয়ে দেখা গেছে, নানা প্রয়োজনে বাইরে এসেছেন মানুষ। শহরে সংখ্যায় কম হলেও চলাচল করছে ব্যাটারিচালিত রিকশা। এছাড়া মোটরসাইকেল এবং ব্যক্তিগত গাড়িও চলছে। তবে বন্ধ রয়েছে দোকানপাট।

এদিকে মানুষকে ঘরে ফেরানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন পুলিশ, র‌্যাব, বিজিবি, সেনাবাহিনী এবং আনসার বাহিনীর সদস্যরাও। বিনাপ্রয়োজনে বের হওয়া মানুষকে শাস্তির মুখোমুখি করতে জেলা প্রশাসনের চারজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মাঠে আছে চারটি ভ্রাম্যমাণ আদালত।

রাজশাহীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ শরিফুল হক জানান, রোববার সকাল থেকে বেলা বিকাল পর্যন্ত মহানগর এলাকায় ২৬টি মামলায় ৩৭ জনকে জরিমানা করা হয়েছে। এঁদের কাছ থেকে জরিমানা আদায় করা হয়েছে ৯ হাজার ৭০০ টাকা। এর আগের দিন শনিবার মহানগরীতে ৪১টি মামলায় জরিমানা আদায় করা হয়েছে ২১ হাজার ৯০০ টাকা।

আরও খবর

Sponsered content

Powered by