রংপুর

পার্বতীপুরে সেনাবাহিনীর ত্রাণ সামগ্রী বিতরণ

  প্রতিনিধি ৬ জুলাই ২০২১ , ৭:১৩:৫৯ প্রিন্ট সংস্করণ

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি :

দিনাজপুরের পার্বতীপুরে করোনার অব্যাহত ঢেউয়ে কর্মহীন হয়ে পড়া অসহায় দরিদ্র মানুষের মাঝে ত্রাণ হিসেবে খাদ্য দ্রব্যসহ বিভিন্ন সুরক্ষা উপকরণ বিতরণ করেছে বাংলাদেশ সেনা বাহিনী। মঙ্গলবার পার্বতীপুর স্টেডিয়ামে অর্ধ শতাধিক পরিবারের মাঝে এসব ত্রাণ বিতরণ করেন ৩৬ বীরের (রিয়ার) অধিনায়ক মেজর আব্দুল্লাহ-আল-ইমরান।

বিতরণ কাজের সমন্বয় করেন- ১৬ পদাতিক ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল খোন্দকার শফিকুজ্জামান পিএসসি। দিনাজপুরের ১৩ উপজেলায় মহামারী কোভিড-১৯ প্রতিরোধে বেসামরিক প্রশাসনকে সহযোগীতার অংশ হিসেবে ৬৬ পদাতিক ডিভিশনের জিওসি ও রংপুর এরিয়া কমান্ডার মেজর জেনারেল এস এম কামরুল হাসানের নির্দেশে সেনা সদস্যরা এ কার্যক্রম পরিচালনা করছেন।

 

 

আরও খবর

Sponsered content

Powered by