দেশজুড়ে

খুলনায় করোনা শনাক্ত ও মৃত্যুতে রেকর্ড

  প্রতিনিধি ৭ জুলাই ২০২১ , ৬:১৪:৪৯ প্রিন্ট সংস্করণ

পুরোনো ছবি

ভোরের দর্পণ ডেস্ক:

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ৬০ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে করোনা শনাক্ত হয়েছেন সর্বোচ্চ ১ হাজার ৯০০ জন। বিভাগটিতে করোনা সংক্রমণ ও মৃত্যুতে এটিই এখন পর্যন্ত সর্বোচ্চ রেকর্ড।

এর আগে গত সোমবার খুলনা বিভাগে এক দিনে সর্বোচ্চ ৫১ জনের মৃত্যু হয়েছিল। গতকাল মঙ্গলবার সর্বোচ্চ ১ হাজার ৮৬৫ জন করোনা শনাক্ত হন। আজ বুধবার খুলনা বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় মোট ৫ হাজার ৭৯১ জনের নমুনা পরীক্ষা করা হয়। এটিই এক দিনে সর্বোচ্চসংখ্যক নমুনা পরীক্ষা। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৩৬ দশমিক ৬০ শতাংশ। গতকাল করোনা শনাক্তের হার ছিল ৩৬ দশমিক ৮১ শতাংশ।

স্বাস্থ্য অধিদপ্তর সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় করোনায় মারা যাওয়া ৬০ জনের মধ্যে খুলনার ২১ জন, কুষ্টিয়ার ১১ জন, ঝিনাইদহে ৭, যশোরের ৬ জন, চুয়াডাঙ্গায় ৫, নড়াইলে ৪, বাগেরহাটের ৩, মেহেরপুরের ২ এবং মাগুরার ১ জন। এ নিয়ে বিভাগে করোনা সংক্রমিত হয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৩৬৫। মৃত্যুর হার ২ দশমিক শূন্য ৭ শতাংশ। বিভাগে করোনা শনাক্তের মোট সংখ্যা দাঁড়িয়েছে ৬৫ হাজার ৭৯৯।

বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত ব্যক্তিদের মধ্যে খুলনায় শনাক্ত হয়েছে সর্বোচ্চ ৫৮৫ জন। এ ছাড়া বাগেরহাটে ১১৮ জন, সাতক্ষীরায় ১১১ জন, যশোরে ৩৭৩ জন, নড়াইলে ৫১ জন, মাগুরায় ৭৩ জন, ঝিনাইদহে ১৫৬ জন, কুষ্টিয়ায় ২৩৪, চুয়াডাঙ্গায় ১৩০ জন এবং মেহেরপুরে ৬৯ জনের করোনা শনাক্ত হয়েছে।

আরও খবর

Sponsered content