দেশজুড়ে

রংপুরে মোটর শ্রমিকেদের মানবিক সহায়তা প্রদান

  প্রতিনিধি ১০ জুলাই ২০২১ , ৭:৫০:০৬ প্রিন্ট সংস্করণ

রংপুর ব্যুরো:

করোনায় ক্ষতিগ্রস্ত কর্মহীন ১ হাজার মোটর শ্রমিকের মাঝে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা তুলে দিয়েছে রংপুর জেলা প্রশাসন। শনিবার দুপুরে রংপুর কেন্দ্রীয় বাস টার্মিনালে কর্মহীন মোটর শ্রমিকদের হাতে এ সহায়তা তুলে দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. গোলাম রব্বানী, জেলা প্রশসান কার্যালয়ের ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা এটিএম আখতারুজ্জামান, জেলা মটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক এমএ মজিদ, কার্যকরি সভাপতি আব্দুল আজিজ, যুগ্ম সাধারণ সম্পাদক রোনাচুর জামান মিন্টু, কোষাধক্ষ শাহরিয়ার হোসেন বিটুল, সড়ক সম্পাদক সাদেক আলী।

 

আরও খবর

Sponsered content