প্রতিনিধি ১০ জুলাই ২০২১ , ৭:৫০:০৬ প্রিন্ট সংস্করণ
করোনায় ক্ষতিগ্রস্ত কর্মহীন ১ হাজার মোটর শ্রমিকের মাঝে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা তুলে দিয়েছে রংপুর জেলা প্রশাসন। শনিবার দুপুরে রংপুর কেন্দ্রীয় বাস টার্মিনালে কর্মহীন মোটর শ্রমিকদের হাতে এ সহায়তা তুলে দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. গোলাম রব্বানী, জেলা প্রশসান কার্যালয়ের ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা এটিএম আখতারুজ্জামান, জেলা মটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক এমএ মজিদ, কার্যকরি সভাপতি আব্দুল আজিজ, যুগ্ম সাধারণ সম্পাদক রোনাচুর জামান মিন্টু, কোষাধক্ষ শাহরিয়ার হোসেন বিটুল, সড়ক সম্পাদক সাদেক আলী।