প্রতিনিধি ২ সেপ্টেম্বর ২০২১ , ৫:৫৮:১৪ প্রিন্ট সংস্করণ
কামরুল ইসলাম দুলু, সীতাকুণ্ড (চট্টগ্রাম):
প্রতিদিন নিত্য নতুন কৌশলে চট্টগ্রাম থেকে পাচার হচ্ছে সরকারী কাঠ। আর নতুন টেকনিক করেও তেমন সুবিধা করতে পারছেনা কাঠ পাচারকারী সিন্ডিকেট। এবার ইটের নিচে কাঠ বিছিয়ে পাচারকালে চট্টগ্রামের সীতাকুণ্ডে বিপুল পরিমাণ কাঠ জব্দ করেছে উত্তর বন বিভাগ।
ট্রাকভর্তি ইট দেখে বুঝার উপায় নেই ইটের নিচে রয়েছে কাঠ। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডের শিতলপুর এলাকায় অভিযান চালিয়ে এসব কাঠ জব্দ করা হয়। এসময় কাঠ পাচারে ব্যবহৃত একটি ট্রাকও (চট্টমেট্রো- ট – ১১- ৫৫৫৬) জব্দ করা হয়েছে।
অভিনব কায়দায় ইটের গাড়িতে অবৈধভাবে কাঠ পাচারের অপচেষ্টাকালে গোপন সংবাদের ভিত্তিতে বুধবার গভীর রাতে বিভাগীয় বন কর্মকর্তা মোজাম্মেল হক শাহ চৌধুরীর নির্দেশে ফৌজদারহাট বিট কাম চেক স্টেশনের কর্মকর্তা মোঃ শাহানশাহ নওশাদ এর নেতৃত্বে টহল দল ট্রাকটিকে ধাওয়া করে শিতলপুর এলাকা থেকে আটক করেন। অভিযান টিমের উপস্থিতি টের পেয়ে চালক ও পাচারকারীরা গাড়িটি রাস্তার পাশে দাঁড় করিয়ে পালিয়ে যান।
জব্দ গাড়িতে প্রায় ২৫০ ঘনফুট অবৈধ সেগুন ও গামারী কাঠ পাওয়া যায়। যার আনুমানিক মূল্য ৫ লাখ টাকা। এব্যাপারে বিট স্টেশন কর্মকর্তা মোঃ শাহান শাহ নওশাদ বলেন সড়কে বনবিভাগের নজরদারি বাড়ায় পাচারে কৌশল পাল্টাচ্ছে কাঠ পাচার সিন্ডিকেট। ইট পরিবহনের বেশ ধরে বেশ কিছু সেগুন ও গামারী কাঠ পাচারের খবর পেয়ে অভিযানে নামে। এব্যাপারে বন আইনে মামলা দায়ের করা হয়েছে।