রাজশাহী

সিরাজগঞ্জের দুর্গম চরাঞ্চলে অভিভাবক সমাবেশ

  প্রতিনিধি ৯ অক্টোবর ২০২১ , ৬:৫৯:০৪ প্রিন্ট সংস্করণ

সিরাজগঞ্জ প্রতিনিধি : মহামারী করোনা এবং বন্যায় দীর্ঘদিন বন্ধ থাকা পর বিদ্যালয়ের শিক্ষার্থীদের উৎসাহ প্রদানের লক্ষ্যে ছাত্র-ছাত্রী অবিভাবক সমাবেশ ও বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। সিরাজগঞ্জ সদর উপজেলার দুর্গম কাওয়াকোলার চরাঞ্চলে শারিতা হাবিবে মিল­াত নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে এ অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়।

কাওয়াকোলা ইউপি চেয়ারম্যান মো.আব্দুল আলিম ভুঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ সদর-২ আসনের সাংসদ ও বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রফেসর ডা. হাবিবে মিল­াত মুন্না। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ পৌর আ.লীগের সভাপতি বিশিষ্ট সাংবাদিক হেলাল উদ্দিন। স্থানীয় শিক্ষার্থী অভিভাবক, মোহাম্মদ আলী আকবর মির্জার সঞ্চালনায় সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সিরাজুল ইসলাম রাজু, রফিকুল ইসলাম প্রমুখ। পরে সাংসদ হাবিবে মিল­াত নতুন ভর্তিচ্ছুক শিক্ষার্থীদের হাতে বিদ্যালয়ের ভর্তি ফরম তুলে দেন। এর আগে তিনি বিদ্যালয়ের মাঠে একটি আম গাছের চারা রোপনণ করেন।

Powered by