বরিশাল

পাথরঘাটায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন

  প্রতিনিধি ১৩ অক্টোবর ২০২১ , ৫:৫৫:৪২ প্রিন্ট সংস্করণ

সাকিল আহমেদ, পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি:

বরগুনার পাথরঘাটায় উপজেলা প্রশাসনের আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা , ভুমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়েছে ।

বুধবার সকাল ১০ টার সময় পাথরঘাটা উপজেলা পরিষদের মিলনায়তনে এ সভা এবং পরে উপজেলা পরিষদের মাঠে মহড়া অনুষ্ঠিত হয় ।

পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসাইন মোহাম্মাদ আল মুজাহিদ এর সভাপতিত্বে ও উপজেলা দুর্যোগ ও ত্রান বাস্তবায়ন কর্মকর্তা মো . আরিফুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাথরঘাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তফা গোলাম কবির ।

এ সময় আরো উপস্থিত ছিলেন , পাথরঘাটা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাড. জাবির হোসেন , বরগুনা জেলা মৎস্যজীবি ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী , উপজেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার এমএ খালেক , উপজেলা রেঞ্জ কর্মকর্তা মনিরুল ইসলাম , ফায়ার সার্ভিসের পাথরঘাটা স্টেশন অফিসার সিদ্দিকুর রহমান , কোস্টগার্ড পাথরঘাটা স্টেশনের কন্টিজেন কমান্ডার সাজু মন্ডল , সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. হায়দার , ভোরের দর্পন পত্রিকার পাথরঘাটা প্রতিনিধি সাকিল আহমেদ, পাথরঘাটা উপজেলা প্রেসক্লাব ও পাথরঘাটা প্রেসক্লাবের সাংবাদিক বৃন্দ প্রমুখ ।