প্রতিনিধি ১৩ অক্টোবর ২০২১ , ৭:৪২:৪৪ প্রিন্ট সংস্করণ
খানসামা (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের খানসামা উপজেলার কুতুবডাংগা উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত চারতলা ভবনের উদ্বোধন করলেন অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আবুল হাসান মাহমুদ আলী এমপি। বুধবার সকালে প্রায় ২ কোটি ৮৮ লাখ টাকা ব্যয়ে নির্মিত ভবন উদ্বোধন করেন তিনি।
পরে স্কুল মাঠে কুতুবডাংগা উচ্চ বিদ্যালয়ের সভাপতি কেশব রায়ের সভাপতিত্বে সভায় এসময় উপস্থিত ছিলেন ইউএনও আহমেদ মাহবুব-উল-ইসলাম, ওসি কামাল হোসেন, উপজেলা আ.লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) গোলাম মোস্তফা আহমেদ শাহ ও সাধারণ সম্পাদক সফিউল আযম চৌধুরী লায়ন, গোয়ালডিহি ইউপি চেয়ারম্যান আইনুল হক শাহ, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক ধরনী চন্দ্র রায় প্রমুখ।