ঢাকা

ইউপি নির্বাচন: রূপগঞ্জে বিএনপির চেয়ারম্যান আওয়ামীলীগে যোগদান

  প্রতিনিধি ১৩ নভেম্বর ২০২১ , ৫:৪৫:০৮ প্রিন্ট সংস্করণ

 

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভোলাবো ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি নেতা স্বতন্ত্র প্রার্থী আলমগীর হোসেন টিটু গত বৃহস্পতিবার রাত সাড়ে ১১ টায় আওয়ামীলীগে যোগদান করেছেন। বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীকের হাতে ফুল দিয়ে ও জয় বাংলা স্লোগান দিয়ে রূপসীস্থ গাজী ভবনে বিএনপির শতাধিক নেতাকর্মী নিয়ে তিনি যোগদান করেন।

এসময় প্রবীন সাংবাদিক এমদাদুল হক দাদুল, রূপগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সৈয়দা ফেরদৌসী আলম নীলা, কায়েতপাড়া ইউপি নির্বাচনে আওয়ামীলীগের মনোনীত হয়ে নব-নির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব জাহেদ আলী, মুড়াপাড়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব তোফায়েল আহমেদ আলমাছ, রূপগঞ্জ ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোঃ ছালাউদ্দিন ভুঁইয়া, গোলাকান্দাইল ইউপি চেয়ারম্যান কামরুল হাসান তুহিন, আওয়ামীলীগ নেতা আব্দুল আজিজ, রূপগঞ্জ উপজেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শীলা রাণী পাল, উপজেলা যুব মহিলা আওয়ামীলীগের সভাপতি ফেরদৌসী আক্তার, রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মাসুম চৌধুরী অপু, ছাত্রলীগ নেতা ইমন হাসান খোকন, সাঈদ সোহেল, রূপগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আব্দুল আজিজ সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

পরবর্তীতে যোগদান অনুষ্ঠান বৃহত্তরভাবে আয়োজন করা হবে বলে চেয়ারম্যান আলমগীর হোসেন টিটু জানিয়েছেন।

উল্লেখ্য, গত ১১ নভেম্বর বিএনপি নেতা স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আলমগীর হোসেন টিটু আনারস প্রতীকে জয়লাভ করেন।

 

আরও খবর

Sponsered content