ঢাকা

রূপগঞ্জে উপজেলা পরিষদের সার্বিক উন্নয়নে সভা

  প্রতিনিধি ১৩ জানুয়ারি ২০২২ , ৮:১৯:২৭ প্রিন্ট সংস্করণ

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ

রূপগঞ্জ উপজেলা পরিষদের উদ্যোগে স্থানীয় সড়ক সংস্কার, নির্মাণ, বিদ্যুৎ-পানি সরবরাহ, শিক্ষা প্রতিষ্ঠানসহ সার্বিক উন্নয়নে গতকাল ১৩ জানুয়ারি বৃহস্পতিবার সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা মিলনায়তনে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন রূপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ শাহজাহান ভুঁইয়া।

সভায় বক্তব্য রাখেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক, রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার শাহ নুসরাত জাহান, উপজেলা ভাইস চেয়ারম্যান সৈয়দা ফেরদৌসী আলম নীলা, তারাবো পৌরসভার মেয়র হাসিনা গাজী, কাঞ্চন পৌরসভার মেয়র আলহাজ্ব রফিকুল ইসলাম, মুড়াপাড়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব তোফায়েল আহমেদ আলমাছ, রূপগঞ্জ ইউপি চেয়ারম্যান আলহাজ্ব ছালাউদ্দিন ভুঁইয়া, ভুলতা ইউপি চেয়াম্যান ব্যারিষ্টার আরিফুল হক, ভোলাবো ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন টিটু, উপজেলা প্রকৌশলী মোঃ জামাল উদ্দিন প্রমুখ।

সভায় রূপগঞ্জের সার্বিক উন্নয়ন অব্যাহত রাখতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য আহবান জানানো হয়।

 

আরও খবর

Sponsered content