আইন-আদালত

শিক্ষাপ্রতিষ্ঠান ৩০ দিন বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট

  প্রতিনিধি ১৯ জানুয়ারি ২০২২ , ৫:৩৬:০৩ প্রিন্ট সংস্করণ

ভোরের দর্পণ ডেস্ক:

দেশে করোনাভাইরাস সংক্রমণ বেড়ে যাওয়ায় শিগগির সব শিক্ষাপ্রতিষ্ঠান অন্তত ৩০ দিন বন্ধ রাখার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। 

আজ বুধবার (১৯ জানুয়ারি) আইনজীবী ইউনুছ আলী আকন্দ এ রিট আবেদন করেছেন।

রিটের বিষয়টি আইনজীবী নিজেই নিশ্চিত করে বলেন, তিনি জনস্বার্থে এই আবেদন করেন। এতে স্বাস্থ্য সচিব, শিক্ষা সচিবসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।

বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি এস এম মনিরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চে এই আবেদনের ওপর শুনানি হতে পারে বলেও জানান আইনজীবী।

তিনি আরও বলেন, মহামারির মধ্যে ক্লাসে উপস্থিত হওয়ার কারণে শিক্ষার্থীসহ তাদের পরিবারের সদস্যরা করোনাভাইরাসে আক্রান্ত হচ্ছেন। এ অবস্থায় শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ করা দরকার।

এদিকে করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় আজ থেকে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের বিচারকাজ ভার্চুয়ালি পরিচালিত হচ্ছে।

অপরদিকে দেশের ১২ জেলাকে করোনা সংক্রমণের রেড জোনে বা অধিক ঝুঁকিপূর্ণ দেখছে স্বাস্থ্য অধিদপ্তর। এছাড়া হলুদ জোন বা মধ্যম ঝুঁকিতে রয়েছে ৩২ জেলা। আর গ্রিন বা সবুজ জোনে রয়েছে ১৬ জেলা।

Powered by