ভারত

চলাচলে বিধিনিষেধ, বান্ধবীর সঙ্গে দেখা করতে পুলিশের দ্বারস্থ যুবক

  প্রতিনিধি ২২ এপ্রিল ২০২১ , ৫:০৮:৩৪ প্রিন্ট সংস্করণ

প্রতীকী ছবি

ভোরের দর্পণ ডেস্ক:

করোনাভাইরাস সংক্রমণ বেড়ে যাওয়ায় চলাচলের ওপর কড়াকড়ি বাড়িয়েছে ভারতের মহারাষ্ট্রের প্রশাসন। রাস্তায় বের হওয়ার ক্ষেত্রে জারি হয়েছে নানা বিধিনিষেধ। এ কারণে বান্ধবীর সঙ্গেই দেখা করতে যেতে পারছেন না এক যুবক। তাই কীভাবে এই সমস্যার সমাধান হবে, তা জানতে চেয়ে মুম্বাই পুলিশকে টুইট করেন তিনি। তার উত্তরও দিয়েছে মুম্বাই পুলিশ।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার’র প্রতিবেদনে বলা হয়, অশ্বিন বিনোদ নামের এক যুবক টুইটারে মুম্বাই পুলিশের কাছে জানতে চান, ‘আমি আমার বান্ধবীর সঙ্গে দেখা করতে যাওয়ার জন্য কী স্টিকার (বিধিনিষেধের মধ্যে বাইরে বেরোনোর প্রয়োজনীয় নথি) ব্যবহার করব? আমি ওকে চোখে হারাচ্ছি।’

এই প্রশ্নের জবাবে মুম্বাই পুলিশের পক্ষ থেকে জানানো হয়, ‘আমরা বুঝতে পারছি এটা আপনার জন্য খুব দরকারি। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এটি আমাদের জরুরি পরিষেবার মধ্যে পড়ে না। দূরত্বের ফলে হৃদয়ের টান বাড়ে। আর এই মুহূর্তে আপনাকে সুস্থ থাকতে সাহায্য করবে।’

এখানেই শেষ নয়, মুম্বাই পুলিশ আরও জানায়, ‘আমরা আপনাদের সারা জীবন একসঙ্গে থাকার প্রার্থনা জানাচ্ছি। এটা একটা সাময়িক পর্যায়।’।

এই টুইটে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ বলছেন, ‘একসঙ্গে থাকলে আবার সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। তার থেকে দূরে থাকা ভালো।’ কেউ আবার কিছুটা বিরক্তও হয়েছেন। তাঁদের বক্তব্য, ‘এসব প্রশ্নের জবাব না দিয়ে মুম্বাই পুলিশের উচিত বর্তমান পরিস্থিতি ভালোভাবে মোকাবিলা করা।’

আরও খবর

Sponsered content

Powered by