প্রতিনিধি ১৯ জানুয়ারি ২০২২ , ৭:১৭:৫৮ প্রিন্ট সংস্করণ
রাজশাহী ব্যুরো:রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাসে লাগাতার ছিনতাইয়ের ঘটনা এবং শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়ায় প্রক্টরিয়াল বডির পদত্যাগ দাবি করেছেন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা। গতকাল বুধবার বেলা ১১ টায় বিশ্ববিদ্যালয় শহীদ বুদ্ধিজীবী চত্বরে এক মানববন্ধনে এ দাবি করেন তারা।
বারবার ছিনতাইয়ের ঘটনাকে প্রক্টরিয়াল বডির দায়িত্বে অবহেলা ও বিশ্ববিদ্যালয়ের আইন সম্পর্কে অজ্ঞতা বলে মন্তব্য করে রাবি ছাত্র অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক আমান উল্লাহ আমান বলেন, আপনারা একটি সম্মানিত পদে বসে আছেন। আপনাদের দায়িত্ব কী সেটা আগে দেখেন। ১৯৭৩ সালের আইন পড়ে দেখুন। নিজেদেরকে জানুন আসলে একজন প্রক্টর, সহকারী প্রক্টরের দায়িত্ব কী? যদি না জানেন তবে আপনার চেয়ারে থাকার কোনো দরকার নেই। ফের আবার ছিনতাইয়ের ঘটনা ঘটলে প্রশাসনিক ভবনে তালা ঝুলানোর হুশিয়ারি দেন তিনি।
মানববন্ধনে রাকসু আন্দোলন মঞ্চের আহবায়ক আব্দুল মজিদ অন্তর বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিরাপত্তাহীনতার যে পরিবেশ সৃষ্টি হয়েছে এর সম্পূর্ণ দায়ভার এই প্রক্টরিয়াল টিমের। তারা বিশ্ববিদ্যালয়কে অরক্ষিত করে তুলে শিক্ষার্থীদের নিরাপত্তা ঝুঁকির মধ্যে ফেলে দিয়েছে। শিক্ষার্থীরা যখন প্রক্টরিয়াল টিমের কাছে লিখিতভাবে কোন অভিযোগ দিচ্ছে তখন তারা বলে এ বিষয়ে তোমরা থানায় যেয়ে জিডি করো, মামলা করো। থানায় যদি আমাদেরকে যেতে হয় তাহলে প্রক্টরিয়াল টিমের কাজ কি? এই ব্যর্থ প্রক্টরিয়াল বডির পদত্যাগ দাবি করেন তিনি।
এ সময় মানববন্ধনে বিশ্ববিদ্যালয় বিভিন্ন বিভাগের প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এর আগে গত সোমাবার সন্ধ্যায় কৃষি অনুষদ সংলগ্ন ফ্লাইওভারের নিচে আবারো ছিনতায়ের ঘটনা ঘটে। জানা যায়, সোমবার রাতে বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদ সংলগ্ন ফ্লাইওভারের নিচে ফলিত রসায়ন ও রসায়ন প্রকৌশল বিভাগের সেলিম আল বাচ্চু নামের দ্বিতীয় বর্ষের এক শিক্ষার্থী ছিনতাইয়ের শিকার হয়।
এদিকে, একইদিনের আনুমানিক রাত ৮টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে রিকশায় থাকা এক ছাত্রীর ব্যাগ ছিনিয়ে নেয়ার চেষ্টা করে মোটরসাইকেল আরোহী দুই ছিনতাইকারী। ওই ছাত্রী কাজলা থেকে রিকশাযোগে বিনোদপুরে যাচ্ছিলেন।
রিকশা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের কাছাকাছি পৌছালে নম্বরবিহীন একটি মোটরসাইকেলে হেলমেট বিহীন দুইজন ছিনতাইকারী এসে রিক্সায় বসা তার তার ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। ব্যাগ নিয়ে টানাটানির এক পর্যায়ে ছিনতাইকারীরা ব্যর্থ হয়ে পালিয়ে যায়। এসময় আশেপাশে থাকা মানুষজন তাদের উদ্দেশ্যে হৈচৈ করলেও কেউ সাহায্য করতে এগিয়ে আসেনি। এর আগে ক্যাসেই গত ৩১ ডিসেম্বর একটি ও ৪ জানুয়ারি দুটি ছিনতায়ের ঘটনা ঘটে।