বাংলাদেশ

দেশে ১৬ হাজারের বেশি করোনা রোগী শনাক্ত

  প্রতিনিধি ২৫ জানুয়ারি ২০২২ , ৬:১৩:৩৩ প্রিন্ট সংস্করণ

ভোরের দর্পণ ডেস্ক:

দেশে গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছেন ১৬ হাজার ৩৩ জন। যা গেল বছরের জুলাইয়ের পর সর্বোচ্চ। শনাক্তের হার ৩২ দশমিক ৪০ শতাংশ। এছাড়াও ১৮ জনের মৃত্যু হয়েছে।

গত বছরের জুলাইয়ে একদিনে ১৬ হাজার ২৩০ জন আক্রান্ত হয়েছিলেন। করোনায় এ পর্যন্ত দেশে ২৮ হাজার ২৫৬ জনের মৃত্যু হয়েছে। শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৭ লাখ ১৫ হাজার ৯৯৭ জনে।

মঙ্গলবার (২৫ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

গতকাল সোমবার জানানো হয়, আগের ২৪ ঘণ্টায় করোনায় ১৫ জনের মৃত্যু হয়। শনাক্ত হন ১৪ হাজার ৮২৮ জন। শনাক্তের হার ছিলো ৩২ দশমিক ৩৭ শতাংশ।

আরও খবর

Sponsered content

Powered by