প্রতিনিধি ৯ ফেব্রুয়ারি ২০২২ , ১০:০০:০৯ প্রিন্ট সংস্করণ
মশিউর রহমান, আশুলিয়া (ঢাকা) প্রতিনিধিঃ
রাস্তা নির্মাণে কেউ অনিয়ম করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান।
বুধবার সকালে সাভারের রাজাশন এলাকায় ঘাসমহল থেকে রাজাশন পর্যন্ত নির্মাণ শেষ হওয়া রাস্তা ও ড্রেনের উদ্বোধন শেষে মন্ত্রী এসব কথা বলেন।
তিনি আরও বলেন, বর্তমান সরকার দুর্নীতি মুক্ত সরকার। এই সরকারের সময় কেউ দুর্নীতি করে পার পায়না জানিয়ে তিনি আরও বলেন, বাংলাদেশে এখন শুধু উন্নয়ন হচ্ছে। এডিবি আঞ্চলিক উন্নয়ন ব্যাংক এর অর্থায়ন থেকে রাস্তা ও ড্রেনটির নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন পরে হলেও রাস্তা ও ড্রেনটির কাজ সম্পন্ন হওয়ায় জনগণের আর কোন দুর্ভোগ থাকবে না।
রাস্তা ও ড্রেন উদ্বোধনে সাভার পৌর মেয়র আব্দুল গণি, ৮নং ওয়ার্ড কাউন্সিলর সেলিম মিয়া, পৌর সভার প্রকৌশলী শরিফুল ইমাম ও পৌর যুবলীগ নেতা শেখ সাঈদসহ আরো অনেকে এসময় উপস্থিত ছিলেন।