রংপুর

বোদায় ঘোড়দৌড় প্রতিযোগিতা

  প্রতিনিধি ১৭ ডিসেম্বর ২০২০ , ৪:৫৫:০৮ প্রিন্ট সংস্করণ

বোদা (পঞ্চগড়) প্রতিনিধি :

পঞ্চগড়ের বোদা উপজেলার সাকোয়া ইউনিয়নের ধারাইখুরি মাঠে বুধবার বিজয় দিবস উপলক্ষ্যে বীর মুক্তিযোদ্ধা মরহুম আমিনুর রহমান প্রধান সুলতান স্মরণে ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতায় পঞ্চগড়, ঠাকুরগাঁও, নীলফামারী, দিনাজপুর ও বগুড়া জেলার একশত জন ঘোড়শোয়ার নিজ নিজ ঘোড়া নিয়ে ৬ পর্বেও প্রতিযোগিতায় অংশ নেয়।

চূড়ান্ত পর্বের প্রতিযোগিতায় বগুড়া জেলার লেবু হোসেন প্রথম, পঞ্চগড় জেলার বোদা উপজেলার পাঁচপীরের লাঠু হোসেন দ্বিতীয় ও দেবীগঞ্জ উপজেলার দেবীডুবা ইউনিয়নের রনি মিয়া তৃতীয় স্থান অধিকার করেছে। খেলা শেষে বিজয়ী ও খেলায় অংশগ্রহনকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। বীর মুক্তিযোদ্ধা মরহুম আমিনুর রহমান প্রধান সুলতানের সহধর্মীনি পঞ্চগড় জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সেলিনা প্রধান পুরস্কার বিতরণ করেন। এসময় আওয়ামী লীগ নেতা আবুল কালাম আজাদ প্রধান, জাকির হোসেন,হাফিজুর রহমান, বুলেট ইসলাম উপস্থিত ছিলেন।

আরও খবর

Sponsered content

Powered by