প্রতিনিধি ১০ ফেব্রুয়ারি ২০২২ , ৬:২৩:৫২ প্রিন্ট সংস্করণ
রতন মাহমুদ (পাংশা, রাজবাড়ী প্রতিনিধি):
রাজবাড়ী পাংশা উপজেলার যশাই ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা মোঃ নজরুল ইসলাম (৭৫) কে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে।
বৃহস্পতিবার (১০ফেব্রুয়ারি) দুপুর ১২.৩০টায় উপজেলার যশাই ইউনিয়নের সমষপুর দাখিল মাদ্রাসা মাঠে পাংশা উপজেলা নিবার্হী কর্মকর্তা মোহাম্মদ আলীর নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল যথাযোগ্য মর্যাদায় বীরমুক্তিযোদ্ধা নজরুল ইসলামকে গার্ড অব অনার প্রদান করেন। পরবর্তীতে জানাযা শেষে মরদেহ পারিবারিক গোরস্থানে দাফন করা হয়।
বীরমুক্তিযোদ্ধা মোঃ নজরুল ইসলামের বাড়ি উপজেলার যশাই ইউনিয়নের সমষপুর গ্রামে। বৃহস্পতিবার (১০
ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২.১০ টায় তিনি নিজ বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।
বীরমুক্তিযোদ্ধা মোঃ নজরুল ইসলামের মৃত্যুতে শোক প্রকাশ ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার হাজী মোঃ চাঁদ আলী খান, ডেপুটি কমান্ডার মোঃ আনোয়ার হোসেন ও মোঃ লিয়াকত হোসেন প্রমুখ।