রাজশাহী

সিরাজগঞ্জে কৃষি প্রযুক্তি মেলার সমাপনী

  প্রতিনিধি ২০ ফেব্রুয়ারি ২০২২ , ৭:২৩:৩৫ প্রিন্ট সংস্করণ

সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার সমাপ্ত হয়েছে। শনিবার সন্ধ্যায় উপজেলা পরিষদ চত্বরে এ মেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য তানভীর ইমাম।

এর আগে তিনি মেলার বিভিন্ন ষ্টল পরিদর্শন ও আলোচনা সভায় অংশ নেন। বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকতা দেওয়ান মওদুদ আহম্মেদ, উপজেলা আ.লীগের সভাপতি ফয়সাল কাদের রুমি, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্বা গোলাম মোস্তফা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রিবলী ইসলাম কবিতা, মনিরুজ্জামান পান্না,উপজেলা কৃষি কর্মকর্তা সুর্বণা ইয়াসমিন সুমি প্রমুখ।

 

আরও খবর

Sponsered content