খেলাধুলা

একে অপরকে বিয়ে করলেন দুই নারী ক্রিকেটার

  প্রতিনিধি ৩০ মে ২০২২ , ৬:৩৩:৩৮ প্রিন্ট সংস্করণ

ভোরের দর্পণ ডেস্কঃ

বিয়ে করলেন ইংল্যান্ড জাতীয় দলের দুই নারী ক্রিকেটার ন্যাট শিভার ও ক্যাথরিন ব্রান্ট। দেশটির সাবেক ক্রিকেটার ও বর্তমানে ধারাভাষ্যকার ইসা গুহা নিজের ইন্সটাগ্রাম পোস্টে এই খবর নিশ্চিত করেছেন।

গুহা পোস্টে লিখেন, গর্বিত, ভালোবাসা ন্যাট শিভার ও ক্যাথরিন ব্রান্টের প্রতি।

তিনি দুই ক্রিকেটারের বিয়ের বেশ কয়েকটি ছবি শেয়ার করে ক্যাপশনে লিখেন, সকল ভালোবাসা ক্যাথরিন ব্রান্ট ও ন্যাট শিভারের প্রতি, এই সুন্দরিদের জন্য গর্বিত/খুশি।

এর আগে ২০১৯ সালের অক্টোবরে শিভার ও ব্রান্টের বাগদান সম্পন্ন হয়। পরে ২০২০ সালের সেপ্টেম্বরে তাদের বিয়ের আনুষ্ঠানিকতার কথা বলা হয়, তবে করোনা ভাইরাসের কারণে সেসময় স্থগিত হয়েছিল।

অবশেষে ৫ বছরের সম্পর্কের পর বিয়ের পিঁড়িতে বসলেন তারা।

২০১৭ সালে ইংল্যান্ডের ওয়ানডে বিশ্বকাপ জয়ে দারুণ ভূমিকা রেখেছিলেন শিভার ও ব্রান্ট। সেবার শিভার তার দলের হয়ে ৩৬৯ রান করেছিলেন, যা টুর্নামেন্টে ষষ্ঠ সর্বোচ্চ রান। এমনকি ফাইনালে ভারতের বিপক্ষে ৬৮ বলে ৫১ রান করেছিলেন। আসরে ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ রান সংগ্রাহকও তিনি। অপরদিকে ব্রান্ট ফাইনালে ৪২ বলে ৩৪ রানের দারুণ এক ইনিংস খেলে। তাদের ব্যাটিংয়ে ইংল্যান্ড ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২২৮ রান করে। জবাবে ব্যাট করতে নেমে ভারত সব উইকেট হারিয়ে ২১৯ রান করে।