খেলাধুলা

ক্রিকেটকে বিদায় বললেন আইরিশ পেসার র‌্যানকিন

  প্রতিনিধি ২১ মে ২০২১ , ৮:১৪:২৫ প্রিন্ট সংস্করণ

ভোরের দর্পণ ডেস্ক:

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দিয়েছেন আইরিশ পেসার বয়েড র‌্যানকিন। মাত্র ১৯ বছর বয়সে ২০০৩ সালে আয়ারল্যান্ডের হয়ে অভিষেক হয় র‍্যানকিনের। আইরিশদের জার্সিতে ১৫৩টি ম্যাচ খেলে ২৩.৩৯ গড়ে ২২৯ উইকেট তিনি। আন্তর্জাতিক ক্রিকেটে আয়ারল্যান্ডের অষ্টম সর্বোচ্চ উইকেট শিকারি তিনি।

দীর্ঘদেহী এই পেসার ক্যারিয়ারের সেরা সময় কাটিয়েছেন ২০১৮ ও ২০১৯ সালে। এই সময় তিনি যথাক্রমে ৩০ ও ৪৭টি উইকেট তুলে নিয়েছিলেন। তার বোলিংয়ের সবচেয়ে বড় শক্তি ছিল সুইং। সুইংয়েই বিশ্বের বড় বড় ব্যাটসম্যানদের পরাস্ত করেছেন তিনি। এ ছাড়া আয়ারল্যান্ডের হয়ে টেস্ট ক্রিকেটে প্রথম উইকেটের মালিক ছিলেন র‍্যানকিন।

শুক্রবার অবসরের ঘোষণা দিয়ে র‍্যানকিন বলেন, আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দেয়া সব সময়ই কঠিন সিদ্ধান্ত। কিন্তু আমার মনে হয় ঘোষণাটা দেয়ার এটাই সঠিক সময়। ২০০৩ সাল থেকে আমি আমার হৃদয় দিয়ে ক্রিকেট খেলেছি এবং প্রতিটি মিনিট ভালোবেসেছি। আমি স্বপ্নেও ভাবিনি আয়ারল্যান্ডের হয়ে এত ম্যাচ খেলবো এবং আইরিশদের জার্সি পড়ে বিশ্বকাপে যাবো। এটা এমন একটা জিনিস যা আমি জীবনেও ভুলবো না।

আরও খবর

Sponsered content

Powered by