প্রতিনিধি ১৪ জুন ২০২২ , ৭:৩৭:০০ প্রিন্ট সংস্করণ
রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি : সিরাজগঞ্জের রায়গঞ্জে প্রধানমন্ত্রীর ১০টি উদ্ভাবনী উদ্দ্যোগ নিয়ে দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০ টায় উপজেলা অডিটরিয়াম হলরুমে প্রশিক্ষণ কর্মশালায় সভাপতিত্ব করেন রায়গঞ্জ উপজেলা নির্বাহী অফিসার তৃপ্তি কণা মন্ডল। গভর্নেন্স ইনোভেশন ইউনিট, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সহযোগীতায় উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠানে ভার্চ্যুয়ালি প্রধান অতিথির বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক ড. মো. ফারুক আহাম্মদ। অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসাবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লুৎফুন্নাহার, উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. ইমরুল হোসেনর তালুকদার ইমন, সিরাজগঞ্জের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মাসুদুর রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিমুল আক্তার, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. শহিদুল ইসলাম প্রমুখ।