খেলাধুলা

শরিফুল ফিরলেন দ্বিতীয় টেস্টে, আজ যাচ্ছেন উইন্ডিজে

  প্রতিনিধি ২০ জুন ২০২২ , ৬:২৭:০৭ প্রিন্ট সংস্করণ

ভোরের দর্পণ ডেস্কঃ

ইনজুরির কারণে ওয়েস্ট ইন্ডিজ সফরের টেস্ট দলে ছিলেন না শরীফুল ইসলাম। তবে দ্রুত সেরে ওঠায় দুই ম্যাচ টেস্ট সিরিজের দ্বিতীয় টেস্টের দলে যোগ দিতে আজ সন্ধ্যায় ঢাকা ছাড়ছেন এই বাঁহাতি পেসার। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে বিসিবি।

শরীফুল আজ উইন্ডিজের উদ্দেশে রওনা দিয়ে সরাসরি সেন্ট লুসিয়ায় দলের সঙ্গে যোগ দেবেন। এর আগে তাকে শুধু টি-টোয়েন্টি ও ওয়ানডে দলের জন্য দলে রাখা হয়েছিল।

ক্যারিবীয়দের বিপক্ষে সেন্ট লুসিয়ায় বাংলাদেশের দ্বিতীয় টেস্ট শুরু হবে আগামী ২৪ জুন।