রাজশাহী

সিরাজগঞ্জে বণার্ঢ্য আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস পালিত

  প্রতিনিধি ৮ মার্চ ২০২৩ , ৫:৩৫:১৭ প্রিন্ট সংস্করণ


এস.এম আল আমিন,সিরাজগঞ্জ প্রতিনিধি :

সিরাজগঞ্জে বণার্ঢ্য আয়োজনে মধ্যে দিয়ে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। “ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবন জেন্ডার বৈষম্য করবে নিরসন শেখ হাসিনার বারতা নারী পুরুষের সমতা”এই প্রতিপাদ্য কে সামনে রেখে
সিরাজগঞ্জ জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে বুধবার ( ৮ মার্চ) সকাল ১০ ঘটিকায় সিরাজগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে র‌্যালী বের হয়ে শহর প্রদক্ষিণ করে অফিসার্স ক্লাবে শেষ হয়। পরে এক আলোচনা সভার প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গণপতি রায় এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার হান্নান মিয়া, জেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডঃ কে এম হোসেন আলী হাসান, সাবেক সংসদ সদস্য সেলিনা বেগম স্বপ্না,বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম- সাধারণ সম্পাদক ড. জান্নাত হেনরী, জাতীয় মহিলা সংস্থা সিরাজগঞ্জের চেয়ারম্যান এ্যাডভোকেট শামিমা ইয়াছমিন রিমা, ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এনডিপি) এর উপপরিচালক (এমএন্ডই) কাজী মাসুদুজ্জামান।

আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন মহিলা বিষয়ক উপপরিচালকের কার্যালয় প্রোগ্রাম অফিসার ফাহিমা আল আশরাফ। মহিলা বিষয়ক উপপরিচালকের কার্যালয়ের হিসাব রক্ষক কাম ক্রেডিট সুপারভাইজার মোঃ বাবুল আকতার খান সঞ্চালনায় এমডিও এর নির্বাহী পরিচালক মাছউদ আহমেদ রোকনী, কেপিইউএস এর নির্বাহী পরিচালক আশরাফুল আলম, সুক এর নির্বাহী পরিচালক মো: আনোয়ার হোসেন, ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এনডিপি) এর উপব্যবস্থাপক শিক্ষা ও প্রতিবন্ধীতা শিপন চন্দ্র নাগসহ বিভিন্ন বেসরকারী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

আরও খবর

Sponsered content

Powered by