বাংলাদেশ

ঈদে বাসের আগাম টিকিট বিক্রির তারিখ ঘোষণা

  প্রতিনিধি ২১ জুন ২০২২ , ৪:৫৪:২২ প্রিন্ট সংস্করণ

ভোরের দর্পণ ডেস্কঃ

আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে বাসের অগ্রিম টিকিট বিক্রির তারিখ ঘোষণা করেছে বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১০ জুলাই ঈদ অনুষ্ঠিত হতে পারে। আর বাসের আগাম টিকিট বিক্রি শুরু হবে আগামী ২৪ জুন সকাল থেকে। গতকাল সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

 

বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবু রায়হান জানান, গাবতলী আন্তঃজেলা বাস টার্মিনালসহ অন্যান্য টার্মিনালগুলো থেকে উত্তরবঙ্গ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিভিন্ন রুটের টিকিট বিক্রি শুরু হবে ২৪ জুন সকাল থেকে। ওইদিন ৬ জুলাইয়ের টিকিট বিক্রি হবে। টিকিট থাকা সাপেক্ষে ঈদের আগের যে কোনো দিনের টিকিট ক্রয় করা যাবে।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সরকার নির্ধারিত ভাড়ার তালিকার অতিরিক্ত মূল্য নিয়ে এবার কোনো বাস কোম্পানি টিকিট বিক্রি করতে পারবে না। প্রত্যেকটি পরিবহনের কাউন্টারের সামনে নির্ধারিত ভাড়ার তালিকা টানিয়ে দেওয়া হবে। সেটা দেখে ক্রেতারা টাকা পরিশোধ করবেন। কেউ অতিরিক্ত অর্থ নিলে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

আরও খবর

Sponsered content